বান্দরবান রুমা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫০ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।
১৭ নভেম্বর বেলা ১১টায় “কৃষি সমৃদ্ধি” এ স্লোগান নিয়ে রুমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষক’র মাঝে কৃষি উপকরন স্যার ও বীজ বিতরন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবি প্রনোদনা ২০২২-২০২৩ অর্থসালে রুমা উপজেলায় ৫০জন চাষির মাঝে বিতরনকৃত কৃষি উপকরন – প্রতিজনে ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও এক কেজি সরিষা বীজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ ও উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ মিয়া সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী চাষিরা উপস্থিত ছিলেন।