বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় এই ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রিন্সিপাল সামিরা হারুনের সভাপতিত্বে ক্রীয়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ (এসজিপি, পদাতিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মনোয়ার হোসেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন সহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্র ছাত্রীদের ধর্মীয় গ্রন্থ পাঠ এবং বিভিন্ন ইভেন্টের খেলা ধুলা, যেমন খুশি তেমন সাজো, অভিভাবকদের জন্য জালে বল নিক্ষেপ, নারীদের জন্য বাজনার তালে তালে বালিশ বদল খেলার আয়োজন করা হয়।
পরে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বিজয়ীদের মধ্যে পুরষ্কার এবং খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথিতির বক্তব্য জোন কমান্ডার বিদ্যালয়ের কার্জক্রম তুলে ধরে বলেন এই প্রতিষ্ঠানটি আমাদের ব্যাবসায়িক প্রতিষ্ঠান নয় এটি আমাদের সেবা মুলক কাজ। আমি নিজেও ৮ টি পাবলিক স্কুলে পড়েছি। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠান পরিচলনা ও সঞ্চালনা করেন কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের কোঅর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম।