কাপ্তাই-রাঙামাটির সংযোগ সড়কের কামিলাছড়ি তিমুর সড়ক নামক স্থানের আগর বাগানের ভিতর এক বয়স্ক ব্যাক্তির লাশ পাওয়া গেছে।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে কাপ্তাই হতে রাঙামাটি যাওয়ার পথে আগর বাগান বনের মধ্যে বিবস্ত্র অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই ব্যাক্তির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা । এছাড়া লাশের পাশে এনআইডি কার্ড পাওয়া যায়।
এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী নিহত ব্যাক্তির নাম বিজয় চাকমা(৬৬)। তিনি রাঙামাটি জেলার বরকল উপজেলার খুব্বাং পাড়ার বাসিন্দা মৃত সৃনীত বিকাশ চাকমা ছেলে।
এদিকে সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান ঘটনাস্থলে যান। তিনি জানান, লাশটি বিবস্ত্র অবস্থায় দেখা যায় বনের ভিতর। তিনি বলেন, এটি রাঙ্গামটি সদর সীমানায় ঘটেছে। তাই নিয়ম অনুযায়ী রাঙামাটি সদর থানার পুলিশ সদস্যরা লাশটি গ্রহন করেছে এবং তদন্ত করবে।


















