পার্বত্য চুক্তি মোতাবেক আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫% আদিবাসী কোটা চালুর দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
সোমবার রাঙামাটি শহরের নিউ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উদাসীনতার কারণে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের মাতৃভাষা হারিয়ে ফেলছে। এদের ভাষা সংরক্ষণে সরকার কোন উদ্যোগ গ্রহণ করছে না। বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবী করেন।
মানববন্ধনে পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ক্রায়োইক্য জমই চাক,পিসিপি শহর শাখার সভাপতি মিলন চাকমা, পিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুমন চাকমা।