থাইল্যান্ডের বক্সার আনা পুংখেকে এভাবে সহজেই পরাস্ত করতে পারবেন তা হয়তো দেশসেরা বক্সার সুরো কৃষ্ণ ভাবেননি। লাইটওয়েট ক্যাটাগরিতে খেলা শুরু হতে না হতেই প্রথম রাউন্ড শেষ। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে পেটে এক পাঞ্চ মেরে জয় নিশ্চিত করেন দ্বিতীয় রাউন্ডেই সুরো কৃষ্ণ প্রতিপক্ষের পেটে এক পাঞ্চ মেরে জয় নিশ্চিত করেন।
‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’-এ ইন্টার কন্টিনেন্টাল হোটেলের রিংয়ে মঙ্গলবার লাইটওয়েট ক্যাটাগরিতে আনা ও সুরো কৃষ্ণর ম্যাচটি ছিল ছয় রাউন্ডের। প্রথম রাউন্ডে থাইল্যান্ডের প্রতিযোগীর চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন বাংলাদেশের বক্সার। দ্বিতীয় রাউন্ডে শুরু থেকে সুরো কৃষ্ণ চড়াও হতে থাকেন পুংখের ওপর। এরপর একটু নিচু হয়ে পেটে কষে পাঞ্চ করেন। তাতেই মাটিতে ছিটকে পড়ে যান থাইল্যান্ডের বক্সার।
এর আগে গত বছর বাংলাদেশে হওয়া সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘দ্য আল্টিমেট গ্লোরি‘-প্রতিযোগিতায়ও সেরা হয়েছিলেন সুরো কৃষ্ণ।
বাংলা ট্রিবিউন