রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় নারীর প্রতি সহিংসতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম(সিসিএইচপি) এই সভার আয়োজন করে।
হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
সিসিএইচপি’র প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাপ্তাই উপজেলাধীন নারানগিরি ও রাইখালী মৌজার মোট ২৩ জন কারবারী (প্রথাগত নেতা) উপস্থিত ছিলেন।
ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মান এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় নারীর প্রতি সহিংসতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।