পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে জুরাছড়ি উপজেলায় দুস্থ ও অসহায় হতদরিদ্র মুসলিম ধর্মাবলম্বীদের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) জুরাছড়ি জেলা পরিষদ বিশ্রামাগারে এ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা।
এ সময় প্রবর্তক চাকমা বলেন, ধর্ম যার যার উৎসব সবার” তাই বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সকল ধর্মে উৎসব সকলে উপভোগ করতে পারে সে জন্য সব সময় সহযোগিতা করে যাচ্ছে। বলেছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা।
নগদ অর্থ ও বস্ত্র বিতরণী সভায় জুরাছড়ি ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার চাকমা, পল্লব দেওয়ান, সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কল্পিতা চাকমাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।