রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে খরিফ ২০২৩-২৪ মৌসুমে আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপার সুইট জাতের আনারস এর চারা বিতরণ করা হয়েছে।
এ সময় জনপ্রতি একজন কৃষককে ২ হাজার ২শত ৫০টি করে মোট ১১ হাজার ২শত ৫০টি আনারস চারা বিতরণ করা হয়।
রোববার (৯ জুলাই) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনারস চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ ।