কোমল পানীয় (টাইগার) ভেবে ঘাস মারার বিষ খেলে হাসপালে চিকিৎসাধীন রয়েছে লক্ষিছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দন্ডি পাড়ার গ্রামের সুইমংপ্রু মারমার(২৬) মেয়ে পাইনুচিং মারমা(৬)।
২৫ জুলাই মঙ্গলবার ফটিকছড়ি উপজেলার ছমুরহাট বাজার থেকে ট্রেডমার্ক ছাড়া (খোলা) ঘাস মারার বিষ টাইগার নতুন বোতলে করে নিয়ে আসে কৃষক সুইমংপ্রু মারমা।
বাড়িতে পৌঁছে বাজারের ব্যাগ রেখে বাহিরে গেলে তাঁর বড় মেয়ে পাইনুচিং মারমা(৬) কোমল পানীয় টাইগার ভেবে খেয়ে ফেলে। পরে স্বাদ ভিন্ন হওয়ায় মেয়েটি তার বাবা- মাকে জিজ্ঞেস করে এটি আসল টাইগার কিনা। এরপর বিষ পানের বিষয়টি নিশ্চিত হলে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন মেয়েটির চিকিৎসা প্রদান করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খিসা চিকিৎসা প্রদান করেন।
পাইনুচিং লক্ষিছড়ির দন্ডি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্রী। বর্তমানে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।