রাঙামাটি শহরের সংঘারাম বিহারে বৌদ্ধদের মধু পূর্ণিমা উদযাপন বুদ্ধ ধর্মালম্বীদের পবিত্র শুভ মধুপূর্নিমা বৃহস্পতিবার রাঙামাটি সংগ্রাম বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
পূর্ণিমা তিথি উপলক্ষে সকালে বুদ্ধাপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দানসহ নানা দান কার্য সম্পাদন করা হয়।
একই দিনে বিহারে পালি কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। পূর্ণিমা তিথিতে ধর্মাসভা আয়োজন করা হয়।
এতে প্রধান দায়ক ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। ধর্মালোচনা সভায় সংঘারাম বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহাস্থবির পূণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন। ধর্ম দেশটা দেন বিহারের ধর্মকীর্তি মহাস্থবির, ধর্মালঙ্কার ভিক্ষু ।
প্রসঙ্গত মধু পূর্ণিমা তিথিতে তথাগত গৌতম বুদ্ধকে এক বানর মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করেন। ফলে এ দিনটি বুদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।