ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাইয়ের শীলছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও অভিযানে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় ।
এসময় অপরিস্কার রান্না ঘর, মেয়াদবিহীন সরিষার তেল, ফ্রিজে কাঁচা খাবারের সাথে রান্না করা খাবার পাওয়া যাওয়ায় শীলছড়ি ‘ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্ট’কে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অপরাধে শীলছড়ি বাজারে ৫টি প্রতিষ্টানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে আরোও ৪ হাজার টাকা সহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো ইলিয়াস। এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।