খাগড়াছড়ির রামগড়ে আইনজীবী ফোরাম রামগড় (আফরা) নামে নব গঠিত আইনজীবী সমিতির আত্মপ্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধায় রামগড় গোধুলী রেস্তোরায় এক আনন্দময় পরিবেশে পরিচিতি সভার মাধ্যমে দিয়ে আইনজীবীদের নব গঠিত সমিতির আত্মপ্রকাশ করেন দেশের বিভিন্ন কোর্ট-আদালতে কর্মরত রামগড়ের স্থানীয় আইনজীবীরা।
এডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট মো: কবির হোসাইনের সঞ্চালনায় সভায় এডভোকেট হেমন্ত ত্রিপুরাকে সভাপতি এবং এডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্যে ৯ সদস্যে বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আবুবকর সিদ্দিক আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো: কবির হোসাইন, অর্থ সম্পাদক এডভোকেট মো: আবু তাহের রনি, দপ্তর সম্পাদক এডভোকেট আবু সুফিয়ান সবুজ, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক এডভোকেট সালমা আক্তার, সম্মানিত সদস্য-১ এডভোকেট মুহাম্মদ সরোয়ার হোসেন ও সদস্য-২ এডভোকেট মো: রাসেল আহমদ ভূইয়া।
এসময় সমিতির নেতৃবৃন্দরা বলেন, এই কমিটি নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাবেন। কমিটির তার নিজ সদস্যদের জীবন – মান উন্নয়নের পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করবেন। সংগঠনের অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্থ্য মানুষকে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে সবসময় সকল সদস্য সচেষ্ট থাকবেন এবং নিজেকে আত্মনিয়োগ করবেন বলে তারা জানান।