পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের চাকরির বয়স ৩০ প্লাস বাতিল করার প্রতিবাদে এবং ৪০ বছর পূর্ণবহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন পার্বত্য চট্টগ্রামবাসী ও পার্বত্য এলাকার চাকরি প্রত্যাশীগণরা।
শনিবার সকাল সাড়ে ১০টা দিকে জেলা প্রশাসক মেইন গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চাকরি প্রত্যাশী নিক্সন চাকমা,মোঃ মহি উদ্দিন, মাহবুব ও ভবতোষ চাকমাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ চাকরির বসয়সীমা ৩০ প্লাস বাতিল করে ৪০ বছর পূর্ণবহাল রাখার দাবিতে আমরা আজ মানববন্ধন করছি। আমাদের এদাবী মানা না হলে আগামীতে আমরা কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবো।
বক্তারা আরো বলেন, সমতলের সাথে পার্বত্য চট্টগ্রামকে মিলালে হবে না। তিন পার্বত্য জেলা সমতল থেকে সম্পূর্ণ আলাদা। তাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আলাদা আলাদা বিবেচনা করতে হবে। এখন থেকে তিন জেলা পরিষদে চাকরি নিয়োগে ৪০ বছর বয়স সীসা বলবৎ রাখতে হবে।