জুরাছড়ি উপজেলার তামাক চাষ অনিয়ন্ত্রিত ভাব৷ বেড়ে চলেছে। এসব চাষিদের বিকল্প চাষের উদ্বুদ্ধ করতে হবে। তাছাড়া তামাক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচীত উপজেলা চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
সোমবার (৩ জুন) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলায় নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান কামিনী রঞ্জন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা দেবী চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, খাদ্য।গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন লাল চাকমা
থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সহ জনপ্রতিনিধি, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলায় তামাক চাষ বন্ধ করতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো কাজ করার আহ্বান জানান।