বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্র দূত সুপ্রদীপ চাকমা। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে তিনি রাঙামাটি জেলার বন্যা কবলিত বাঘাইছড়ি উপজেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরেজমিনে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় অতিবৃষ্টি ও উজানের ঢলে উপজেলার নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকেও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। বন্যার সংকটের এ সময়ে ত্রাণ সহায়তা সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কাছে পেয়ে খুশি বন্যার্তরা।
প্রথম ধাপে উপজেলার এফব্লক এলাকায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১শত পরিবারে মাঝে ও দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ২শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আওয়াল (বাঘাইছড়ি সার্কেল), বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, মারিশ্যা জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ আতিকুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।