খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৫’শ বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে বিএনপি স্বেচ্ছাসেবক দল।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার বন্যার্ত ৫’শ পরিবারের মাঝে ত্রাণ উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্ত ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ত্রাণ বিতরণ কালে বক্তব্যে, বিএনপির উপর যে নিপিড়ন হয়েছে। সে-ই সব বিষয় গুলো তুলে ধরেন। এসময় তিনি আরো বলেন বিএনপি’র ক্ষমতার মূল্য উৎস দেশের জনগণ। তারুণ্যের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ ও জনগনের আকাঙ্ক্ষার রাজনীতি করবে বিএনপি। দলে প্রবেশ করে চাঁদাবাজী, মাস্তানী, দখলদারী করবে এমন কাউকে দলে থাকার সুযোগ নেই।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা, মহিলা দলের সভানেত্রী মোরশেদা খাতুন সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।