রাঙামাটির রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন প্রাইমারী ও মাধ্যমিক ৫৮টি স্কুল পর্যায়ে ১৫শত১৩ জন কিশোরী পাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সহকারিরা এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিউল্লাহ সিবলী সহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীগন সার্বিক টিকাদান ক্যাম্পেইন মনিটরিং করছেন।
ইউএইচএফপিও জানান, মাসব্যাপী এই জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি চলবে। এটি একটি গুরুত্বপূর্ণ টিকা। স্কুল পড়ুয়া ৫ম থেকে ১০ম শ্রেনীর ছাত্রী অথবা ঝরে পড়া ১২২ জন ১০-১৪ বছর বয়সী কিশোরীরা এই ক্যাম্পেইনের আওতায় ১ ডোজ টিকা নিতে পারবে। এছাড়া অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। রাজস্থলী উপজেলার ১৫১৩ জন কিশোরি এইচপিভি টিকা পাবে। এ ছাড়া ভবিষ্যতে জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে। সুষ্টু সুন্দর পরিবেশে টিকাদান ক্যাম্পেইন পরিচালনার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিনিয়ত দিক-নির্দেশনা প্রদান করা হচ্ছে।