কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদকাসক্ত এক পিতা ঘুমন্ত অবস্থায় নিজের ৪ বছর বয়সী কন্যা সন্তানকে লোহা দিয়ে আঘাতে হত্যা করে লাশ খালে ভাসিয়ে দিয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক পিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর কুনারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু তানিছ ফাতেমা জুতি (৪)। সে স্থানীয় আমান উল্লাহর তৃতীয় সন্তান। আমান উল্লাহ একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
মনখালী এলাকার আব্দুর রহমান জানান, ঘটনার দিন আমান উল্লাহ শামলাপুর বাজারে গিয়ে মোবারক, আব্দুল্লাহ ও সৈয়দ আলমের সহায়তায় গাঁজা সেবন করেন। পরে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রী বড় দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু ছোট সন্তান জুতি ঘুমিয়ে থাকায় তাকে সঙ্গে নিতে পারেননি। রাগে উন্মত্ত হয়ে ওঠা আমান উল্লাহ ঘুমন্ত অবস্থায় ছোট মেয়ে তানিছ ফাতেমার মাথায় লোহার বস্তু দিয়ে আঘাত করেন এবং মৃত্যু নিশ্চিত করে পাশের মনখালী খালে ফেলে দেন।
পরে স্ত্রী বাড়িতে ফিরে এসে মেয়েকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে খালের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক পিতা আমান উল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ দূর্জয় সরকার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।