খাগড়াছড়ির রামগড় পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকল চালানোর দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
আজ সোমবার (২রা ডিসেম্বর) দুপুরে উপজেলার ৫টি করাতকলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
এসময় লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল চালানোর দায়ে ২টি করাতকল মালিকদের করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ আইনে কাজী স’মিল ও আবুল কাশেম স’মিলকে বিধিমালার ৬ ধারা ভংগের অপরাধে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, পৌরসভার ৫টি করাতকলে অভিযান পরিচালনা করা হলে ২ টি করাতকলের লাইসেন্স বা বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। প্রশাসনের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানের সময় রেঞ্জ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মচারী ও বনবিভাগের বিভিন্ন স্টাফসহ পুলিশ বিভাগের সদস্য উপস্থিত ছিলেন।