আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দীঘিনালা উপজেলায় ছাত্রদল মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ এর সামনে মানববন্ধন করেন দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, দীঘিনালা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব খোরশেদ আলম ও মেরুং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন শরীফ।
‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে বক্তারা বলেন, ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের আমলে বিগত পনের বছরে স্বৈরাচার হাসিনার সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নিরপরাধ মানুষ খুন ও গুমের শিকার হয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবি করেন।