১৪ ডিসেম্বর (শনিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রোজ্জ্বলন করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদল। ক্যাম্পাসের ওয়াসিম চত্বরে আয়োজিত হয় প্রদর্শনীটি।
এ সময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং চিত্র প্রদর্শনীর মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়,দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এ বিষয়টাই উঠে আসে চিত্রের মাধ্যেমে।
পরে জাতির শ্রেষ্ট সন্তানদের সম্মাননায় মোমবাতি প্রোজ্জ্বল করা হয়। ভিন্নধর্মী এই আয়োজনে প্রশংসায় ভাসছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল।