সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়েও মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
আজ সোমবার সকালে প্রথম প্রহরে রামগড় উপজেলার লেক পাড়ে শহীদ বেদিতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুভসূচনা হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
পরে সকাল সাড়ে ৯টায় বিজয় ভাস্কার্য প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধাদের সম্মানে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বীর মুক্তিযুদ্ধাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।