রাঙামাটির বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার কর্তৃক দরিদ্র ও অতি দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় মানুষের জন্য ফাউন্ডেশন -এর (MJF) সহযোগিতায় ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ হতে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন – এর ডেপুটি ম্যানেজার আলো প্রিয় চাকমা এবং মাষ্টার ট্রেইনার পোলেন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশন -এর জেলা প্রতিনিধি সত্রং চাকমা, ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, হিল ফ্লাওয়ার এনজিও সংস্থা’র ( PRLC) প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, PRLC – প্রকল্পের মনিটরিং অফিসার মিলন চাকমা, হেডম্যান সমূল্য তঞ্চঙ্গ্যা এবং ওয়ার্ড মেম্বারগণ।
জানা গেছে, অংশীদারত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়ক একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় ফারুয়া ইউনিয়নে কৃষক মাঠ স্কুল সদস্যদের ১ম ধাপে ৬ টি পাড়ায় ১৭৭ জনকে নগদ ১৩ লক্ষ ৬০ হাজারেরও অধিক টাকা বিতরণ করা হয়েছে।