শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ি বিএনপি’র সভাপতিসহ নয় নেতাকে বহিষ্কার: অপরাধ তদন্তে কমিটি গঠন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১৭, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নয় নেতার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগের ভিত্তিতে রাঙামাটি জেলা বিএনপি তাদের দলীয় পদ-পদবি স্থগিত করেছে। এ সিদ্ধান্ত তিনটি পৃথক পত্রের মাধ্যমে জানানো হয়। ১৫ জানুয়ারি স্বাক্ষরিত তিনটি পৃথক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য রাঙামাটি জেলা বিএনপি এ পদক্ষেপ নেয়।

জানা যায়, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীসহ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের মোট ৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ সিগারেট ব্যবসা, বাজার ফান্ড ও পৌর টোল দখল, বালুর মহাল থেকে চাঁদা আদায়, এবং স্থানীয় জনগণকে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। এছাড়াও, রাতের আঁধারে বিভিন্ন বাগানের গাছ কেটে নেওয়ার মতো অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে দলীয় নেতৃত্ব।

এ ব্যাপারে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবু নাছির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত বহিষ্কার পত্রে বলা হয়, গত ১৩ ও ১৪ জানুয়ারী, ২৫ ইং তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, স্থানীয় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বি.এন.পি নেতৃবৃন্দের লিখিত অভিযোগ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশীত সংবাদের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতিয়মান হয় যে, আপনারা দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করা সহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এরুপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বি.এন.পি’র পক্ষ হতে দলের সকল নেতাকর্মীকে বহু বার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের দায়িত্বশীল পদে বহাল থেকে দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করছেন। আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করায় আপনার সকল পর্যায়ের দলীয় সকল পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যান্তরিণ শৃংখলা রক্ষার প্রয়োজনে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হইল।

বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: ১. মো. ওমর আলী, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। ২. মো. নুর উদ্দিন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল। ৩. নুর কবির, সদস্য, পৌর যুবদল। ৪. নুরুল ইসলাম জিন্নাত, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল। ৫. ইমরান হোসেন জুম্মান, আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল। ৬. সারওয়ার গাজী, সদস্য সচিব, কাচালং কলেজ ছাত্রদল। ৭. শাহাদাৎ মোল্লা, যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল। ৮. আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল। ৯. আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল।

এছাড়া, বহিষ্কার আদেশে তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কোনো দলীয় পদ-পদবী ব্যবহার করতে পারবেন না।

এদিকে আরেকটি পত্রের মাধ্যমে উল্লেখ করা হয়, দলের জন্য বিব্রতকর ও মানহানীকর এসব অভিযোগের প্রেক্ষিতে উল্লেখিত অভিযোগ সমুহ সরেজমিনে তদন্ত ও স্বচ্ছতার সহিত যাচাই-বাছাই এর জন্য রাঙামাটি জেলা বিএনপি একটি বিশেষ কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু নাছিরকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, এসএম শফিউল আজম এবং আব্দুল কুদ্দুছ। এই কমিটিকে আগামী ৩০/০১/২০২৫ইং তারিখের মধ্যে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নুরমোহাম্মদকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিল উপজেলা প্রশাসনের

দীঘিনালায় হেলিকপ্টারে আসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ত্রাণ 

রাজস্থলীতে ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দক্ষিণ রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বছরের পর বছর বিদ্যুৎ ভোগান্তির শিকার লংগদু ও বাঘাইছড়িবাসী

দীঘিনালায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ 

রাঙামাটি জোনের শিক্ষা উপকরণ বিতরণ পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

ইউপিডিএফ পিসিপির সভাপতি অঙ্কন চাকমা; সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা

সন্ধান মিলেছে মাটিরাঙ্গায় নিখোঁজ ছাত্র তুষারের 

error: Content is protected !!
%d bloggers like this: