রাঙামাটির বিলাইছড়িতে জ্বিন হেনরি ডুনান্ট এর ১৯৭তম জন্ম এবং বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮মে) সকাল ১০ঘটিকায় উপজেলা রেড ক্রিসেন্ট রাঙমাটি জেলা ইউনিট, বিলাইছড়ি টীম এর আয়োজনে কনফারেন্স রুমে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ওসির প্রতিনিধি এস আই শরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানসী তঞ্চঙ্গ্যা, উপজেলা রেডক্রিসেন্ট টীমের সভাপতি মো.আলী আজগর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, যুব রেডক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা টীম এবং স্কুল রেডক্রিসেন্ট টীমের সদস্যবৃন্দ।