কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই দিনব্যাপী বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ জুন) কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মেহেরঘোনা বিট কর্মকর্তা ফিরোজ কবিরের সঞ্চালনায়, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক প্রান্তোষ রায়, রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সেলিম উদ্দীন।
প্রশিক্ষণে বন কর্মকর্তাসহ প্রায় অর্ধ শতাধিক উপকারীভোগী নারী-পুরুষ অংশ নেয়। প্রশিক্ষণে বন, পরিবেশ ও সামাজিক সুরক্ষার টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রণীত আইন, নীতি ও কৌশলসমূহের প্রায়োগিক দক্ষতাসহ বিভিন্ন বিষয়কে গুরত্ব দিয়ে আলোচনা করা হয়।