খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রাকিবুল হাসানকে বিশেষ সম্মাননা ও উচ্চশিক্ষার দায়িত্ব নিয়েছে জননেতা ওয়াদুদ ভূঁইয়ার প্রতিষ্ঠিত ওয়াদুদ ফাউন্ডেশন।
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাকিবুল হাসানের নিজ বাড়িতে গিয়ে ওয়াদুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফাউন্ডেশনের মহালছড়ি উপজেলা আহ্বায়ক মোঃ মিজানুর রহমান। এ সময় রাকিবুলের পরিবারের সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাকিবুল হাসান এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলার এপিবিএন আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। তার এই সাফল্যে এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।
সম্মাননা প্রদানের সময় মোঃ মিজানুর রহমান বলেন,
“রাকিবুলের এই কৃতিত্ব শুধু তার একার নয়, এটি মহালছড়ির গর্ব। ওয়াদুদ ফাউন্ডেশন সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। রাকিবুলের উচ্চশিক্ষার সব খরচ ফাউন্ডেশন বহন করবে।সেই সাথে মহালছড়ি সহ পুরো খাগড়াছড়ি জেলার যে কোন দরিদ্র মেধাবীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
রাকিবুল হাসান সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন,
“এই সম্মাননা ও দায়িত্ব নেওয়ার ঘোষণায় আমি ভীষণ অনুপ্রাণিত। আমি যেন ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কিছু করতে পারি, সেই প্রচেষ্টাই থাকবে। ওয়াদুদ ফাউন্ডেশনের সহযোগিতায় আমি প্রত্যন্ত অঞ্চল মহালছড়ির মানুষের কল্যাণে কাজ করতে চাই উচ্চ শিক্ষা গ্রহণ শেষে।
ওয়াদুদ ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। অনেকেই মনে করছেন, এই ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
সংবর্ধনা ও সম্মাননা কালে উপস্থিত ছিলেন ওয়াদুদ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ বেলাল হোসেন।খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ সোহেল দেওয়ান, মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, ছাত্রদলের আহব্বায়ক মোঃ হেলাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সদস্য মোঃ কাউসারুল ইসলাম প্রমুখ।