কক্সবাজারের প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ৭ ইউনিয়নের মানুষকে মাতামুহুরী নদীর বন্যার কবল থেকে রক্ষা করার জন্য বিএমচরের কইন্যারকুম পয়েন্টের ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ডাম্পিং আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২জুলাই) সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান উক্ত কাজের উদ্বোধন করেন।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী (বদরখালী শাখা) আরিফুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, বিএমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার রুকন উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম খলিল, বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইসমাইল মানিক, ইউপি সদস্য জাকের হোসেন, সাবেক ইউপি সদস্য মাওলানা জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মহিউদ্দিনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।