রাঙামাটির বিলাইছড়িতে ২০২৪ -২০২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০০ চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) হাইস্কুল ঘাট এলাকা হতে এইসব চারা বিতরণ করা হয়েছে। তার মধ্যে আমের চারা বিতরণ করা হয়েছে ৪০ জনকে। তালের চারা প্রনোদনা ৮০টি প্রতিষ্ঠানে। নারিকেলের চারা প্রনোদনা ৮০ টি প্রতিষ্ঠানে, সবজি প্রনোদনা ৪০ জনকে (সবজি বীজ)। এছাড়াও নিম, বেল, জাম এবং কাঠাঁল চারা প্রনোদনা দেওয়া হয়েছে ৫০০ জন শিক্ষার্থীদের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং কৃষি অফিসের সুমন গুপ্ত, মো. আলী, অনুময় চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।