রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ৫নং ও ৬নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা বিএনপির অফিসে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি, আরো উপস্থিত ছিলেন ২নং গাইনদা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর, ইউনিয় যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদলের ভূমিকা সর্বাধিক। বর্তমান সরকারের দমন–পীড়ন, গ্রেপ্তার–নির্যাতন উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রামে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মীসভায় বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে যুবদলকে আরও সংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতান্ত্রিক পথে ফেরাতে যুবদলই হবে অগ্রভাগের সৈনিক।