রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩৭নং আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কবিরপুর বাজার সংলগ্ন ময়দানে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, অর্থ সম্পাদক ইউসুফ নবী, জেলা বিএনপির সদস্য মোঃ সোলাইমান মিয়া, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আমতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলা ও আমতলী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভায় আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম ও আমতলী ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ রাসেল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ইউসুফ নবী, উপজেলা জাসাসের সভাপতি মোঃ সিদ্দিক আলী, উপজেলা তাঁতিদলের সভাপতি রণেল চাকমা, আমতলী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ নুর আলম, আমতলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন ও আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ আব্দুর শুক্কুর আলী।
আলোচনাসভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি জেলার ২৯৯ নম্বর আসনে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। জনগণের ভোটে বিজয় নিশ্চিতের মধ্য দিয়েই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
বক্তারা আরও বলেন, নির্বাচনই হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। এ কর্মসূচি দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করবে।
তারা জোর দিয়ে বলেন, এখন আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিটি নেতাকর্মীকে হতে হবে কর্মীবান্ধব, জনগণের কাছে যেতে হবে এবং তাদের আস্থা অর্জন করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।