নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নানান আয়োজনে রাঙামাটিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, প্রার্থণা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের কে কে রায় সড়কের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেয়।
শোভাযাত্রায় রাঙামাটি সংস্দ দিপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে কেক কেটে ও বেলুন উড়ানো হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিপংকর তালুকদার, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।