রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়ি: উৎসব আর সরকারি ছুটির মৌসুমেও শঙ্কিত শহর

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

গতকাল (শনিবার)- এর সংঘাতে বিধ্বস্ত শহর খাগড়াছড়িতে এখনো ১৪৪ ধারা জারি আছে। আছে বাড়তি নিরাপত্তার বাড়াবাড়িও। শুধু নেই মানুষের আনাগোনা। শহরের সবকটি হাটবাজার- দোকানপাট কার্যত বন্ধই আছে। সন্দেহ- অবিশ্বাস আর গুজবে শহরের পাড়ার অলিগলিতেও নেই কোন প্রাণের কোলাহল। রোববার দিনভর শহরের এগলি-ওগলি ঘুরে এবং নানা শ্রেণী ও পেশার মানুষের সাথে সরেজমিনে কথা বলে উঠে এসেছে আশির দশকের সংঘাতপূর্ণ শহরের গল্পই।

সাজেকের সুবাদে খাগড়াছড়ি এখন দেশের পরিচিত পর্যটন শহর। চলমান দুর্গাপূজা আর সরকারি ছুটির সুবাদে এ শহরের বাসিন্দারা যেমন নীড়ে ফেরেন; তেমনি সারাদেশ থেকেও সাজেকগামী মানুষের বান ডাকে। সেই শহরে গত পাঁচদিন ধরেই উদ্বেগ আর উৎকন্ঠা। গত শনিবারের রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘাতে শুধু রক্তই ঝরেনি। হিংসার জীঘাংসায় ভেঙে চুরমার হয়েছে অর্ধ শতাধিক দোকান ও বসতবাড়ি। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলির ছবি মানুষকে স্তম্ভিত করেছে।

অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুবাদে সন্তানরা বাড়িতে আসলেও এখন নিজেরাই সঙ্কুচিত। এখানে দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের হলেও এই উৎসব চাকমা-মারমারাও উপভোগ করেন। কিন্তু এবার সে পরিবেশ ধরে রাখতে পারেনি প্রশাসন।

শহরের কলেজ পাড়ার বাসিন্দা- নারীনেত্রী নমিতা চাকমা জানান, ঘটনার পরম্পরা অতীতের মতোই। ১৪৪ ধারা জারি হলো। কিন্তু রাস্তায় রাস্তায় আইনের মানুষ। কিন্তু সংঘাতের সময় তাঁরা দর্শকের ভূমিকায়।

শহরের বাসিন্দা-বিশিষ্ট উন্নয়ন গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, অতীতেও শহরে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সে সময় আর এসময় এক নয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে কয়েকজন অপরাধীকে শনাক্ত করা কোনই বিষয় নয়।

বাজারের ব্যবসায়ীরা জানান, এবার এক ঘটনা থেকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রবণতা দেখা গেছে। কিন্তু তার মাত্রাও অতীতের তুলনায় বেশি ছিল। ফলে পর্যটন মৌসুমের ব্যবসার একটি বড়ো সুযোগ হাতছাড়া হয়ে গেলো।

সাংবাদিক রূপায়ন তালুকদার, বসবাস করেন শহরের দক্ষিণ প্রান্তে। পেশাগত কারণে তাঁকে রাত অবধি শহরেই থাকতে হয়। কিন্তু সরকারিভাবে অবিশ্বাস আর সহিংস পরিস্থিতি জিঁইয়ে রাখার মানসিকতা এখানকার সব মানুষকে ভোগাচ্ছে।

নারী অধিকার কর্মী চিংমেপ্রু মারমা বলেন, সাম্প্রতিক সময়ে ভাইবোনছড়া-লক্ষ্মীছড়িতেও ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মাঠে কর্মসূচি থাকলেও তা ছিল নিয়মতান্ত্রিক। কিন্তু এবার প্রশাসন আন্দোলনকারীদের আমলে নেয়নি। ফলে একটা জেদাজেদির মতো পরিবেশ উদ্ভুত হয়েছে। মাঝখানে অনেক মানুষের বড়ো ক্ষতি হয়ে গেলো।

‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর জেলা সভাপতি এড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, জাতি-ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর হিসেবে প্রসাশনিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রতিটি বিষয়েই সরকারসংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক বেশি সংবেদনশীল এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এবার কিন্তু সেটির ঘাটতি যেমন ছিল তেমনি ছিল বিলম্বও। ফলে যথাসময়ে পদক্ষেপ গৃহীত না হওয়ায় মানুষের অপ্রত্যাশিত পরিমাণ ক্ষতি হয়েছে।

এদিকে শহরের স্ব-নির্ভর বাজারে বেছে বেছে বিশেষ সম্প্রদায়ের দোকানপাট ভাংচুরকে সাম্প্রদায়িকতার নতুনমাত্রা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যবসায়িদের অভিযোগ, এখনো পর্যন্ত তাঁদের পাশে কেউ-ই দাঁড়াননি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে বুদ্দিজীবী ও বিজয় দিবস উদযাপন সভা অনুষ্ঠিত

আমার প্রতিটি মুহূর্ত খাগড়াছড়িবাসীর জন্য উৎসর্গ করা: রামগড়ে নবাগত ডিসি

পানছড়ির প্রত্যন্ত গ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বিলাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

খাগড়াছড়িতে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম সাইট সিলেকশন

রাজস্থলীতে নিখোঁজের ২৩ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

ঈদগাঁও জাগির পাড়া সড়কে জলাবদ্ধতা, পানি বন্দি হাজারো মানুষ!

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

error: Content is protected !!
%d bloggers like this: