কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সংঘটিত ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল ট্র্যাকিং করে রমজান নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বোয়ালখালী এলাকার নুরুল আলমের ছেলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রেকিং করে এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অন্য ডাকাতদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে। ওই ডাকাতকে আদালতে সোফর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন এলাকার দুই বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় রমজানকে নির্দোষ দাবী করে মঙ্গলবার সকালে থানার সামনে মানববন্ধন করেছে স্থানীয়রা।