কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের নানা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাস ষ্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়-মাদরাসার শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন।
বৃহত্তর ঈদগাঁও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর উদ্যোগে মানববন্ধনে পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল হক, ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার প্রধান এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন , রাজধানী ঢাকায় ১২ অক্টোবর আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি পালন করছি।


















