রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্পিরিট বিক্রির দায়ে দুটি দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই দোকান মালিককে একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারার সারণী ‘ক’ অনুযায়ী এই দণ্ডাদেশ প্রদান করেন রাঙামাটি ডিএনসির পরিদর্শক মোঃ মনিরুজ্জামান। এ সময় সার্বিক সহযোগিতা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান খান।
অভিযান চলাকালীন “বনিক এন্টারপ্রাইজ” এবং “বিসমিল্লাহ হার্ডওয়্যার” নামের দুটি দোকানে অবৈধভাবে স্পিরিট বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া দোকানগুলোর কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না।
রাঙামাটি ডিএনসির পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ স্পিরিট বিক্রি বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের বাইরে গিয়ে এমন অনৈতিক ব্যবসা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান জানান, “সরকারি অনুমোদন ছাড়া কেউ স্পিরিট বা মাদকজাত দ্রব্য বিক্রি করতে পারবে না। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান শূন্য সহনশীলতার। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান চলবে।”
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তির প্রকাশ দেখা যায় এবং তারা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, রাজস্থলী উপজেলায় জনস্বাস্থ্য রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান ভবিষ্যতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছে স্থানীয় সচেতন মহল।