রাঙামাটি জেলা সদরে বিকেএসপি’র আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ক্লাব এসোসিয়েশন রাঙামাটি জেলা। ক্লাব এসোসিয়েশন রাঙামাটি জেলা আয়োজনে ও ক্লাব এসোসিয়েশন এর আহবায়ক মাহবুবুল বাসেত অপুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র নিয়ে নানান তালবাহানা শুনা যাচ্ছে। আমরা সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন ও জেলা প্রশাসক মিজানুর রহমান থাকাকালিন সময়ে জেলা সদরে স্থাপন করা যুক্তি যুক্ত বলে ক্রীড়া মন্ত্রনালয়ে মতামত পেশ করে গেছেন। আমরা আশা করি এই জেলা প্রশাসক ও দ্বিমত পোষণ করবেন না।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, একটি চক্র বিকেএসপিকে জেলা সদরের বাহিরে কাপ্তাই ও কাউখালীতে নিয়ে যেতে গভীর ষড়যন্ত্র করছে। ক্রীড়া মন্ত্রনালয়ে বিভিন্ন ধরনের পানি পরা দেওয়া হচ্ছে। রাঙামাটি জেলার স্বনামধন্য খেলোয়াড় ও জাতীয় খেলোয়াড়দের দাবি বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি জেলায় স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই। বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনে কোন রকম তালবাহানা রাঙামাটিবাসী সহ্য করবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা এনসিপি নেতা সহিদুল ইসলাম, প্রীতিময় চাকমা, রিপন চাকমা,দিল বাহার রায় ও আব্দুল মান্নানসহ আরো অনেকে।
মানববন্ধন শেষে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি জেলা সদরে স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া মন্ত্রনালয়ে একটি স্বারকলিপি প্রদান করা হয়।