রাঙামাটি পৌরসভার কর্তৃক স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে পৌরসভা চত্বর হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের প্রবেশ মূখ ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে পৌরসভা মিলনায়তনে হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার আসলাম সরওয়ার,পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে র্যালীতে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে এবিষয়ে আরো সচেতন করতে হবে। হাত ধোয়া দিবস উপলক্ষে অনেক কিছু শিখার আছে। সব বয়সের মানুষের দরকার হাত ধোয়া সম্পর্কে বিস্তারিত জানা। হাত ধোয়ার মাধ্যমে আমরা অনেক রোগ বালাই থেকে রেহায় পেতে পারি।


















