দীঘিনালার কবাখালীর একটি ডেকোরেশনের দোকানের আড়ায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক রাঙামাটির লংগদু উপজেলার সোনাই এলাকার সাবেক মেম্বার ও পশ্চিম সোনাই মাদ্রাসার সভাপতি তাহের ছোট ছেলে আবু সিদ্দিক (৩৪)।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কবাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ’কে জানালে পুলিশ ডেকোরেশনের দোকানের আড়ায় ঝুলন্ত মরদেহ’টি উদ্ধার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া জানান, ঝুলন্ত মরদেহের পকেটে একটি চিরকুট পাওয়া গিয়েছে তদন্তে স্বার্থে চিরকুট নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর পরিবার কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।


















