রাঙামাটি পার্বত্য জেলার নবাগত জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের স্থলে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবকে বদলী করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে একযোগে ৬৪ জেলার পুলিশ সুপারদের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশব্যাপী রদবদল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন। চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবকে রাঙামাটি জেলা পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।
এদিকে রাঙামাটির পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন রাঙামাটিতে কর্মরত থাকাকালীন সময়ে বড় ধরনের তেমন কোন অর্জন রাঙামাটিবাসী দেখতে পায়নি বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, দুই এক দিনের মধ্যে নতুন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব রাঙামাটির নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন।


















