বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ইসলামপুর খালঘাটে লবণ আটকিয়ে ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ২৬, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

মাঠ থেকে ট্রলারযোগে কক্সবাজারের শিল্পনগরী ইসলামপুর মোকামে পরিমাপকালে লবণ আটকিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে। তারা ব্যবসায়ীকে মারধর করে লবণ কারখানায় লবণ আটকিয়ে রাখে এবং টাকা পরিশোধে বাঁধা দেয়। তাদের নানা হুমকিতে লবণ ব্যবসায়ী মোস্তাক আহমদ নিরুপায় হয়ে ঈদগাঁও থানায় বুধবার (২৬ নভেম্বর) দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, গত ২৩ নভেম্বর চকরিয়া উপজেলার খুটাখালী থেকে লবণ বোঝাই ট্রলারটি ঈদগাঁও উপজেলার ইসলামপুর লবণ মোকামে পৌঁছে। পরদিন ২৪ নভেম্বর সকালে এ নুর স্লট মিলে লবণ পরিমাপকালে সন্ত্রাসী কায়দার মাইমুনুর রশিদ বাঁধা দেয়। একপর্যায়ে মাইমুন ও তার সাঙ্গপাঙ্গরা ব্যবসায়ী মোস্তাক আহমদকে মারধর করে গুরুত্বর আহত করে। তার শোর চিৎকারে ছেলে মুবিনসহ স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় খুটাখালী ইউনিয়নের ব্যবসায়ী মোস্তাক আহমদ বাদী হয়ে একই ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবদুর রশিদের পুত্র মাাইমুনুর রশিদ (৩০) পুর্ব নয়াপাড়ার নজির আহমদের পুত্র সিরাজুল হক (৫০) ও দক্ষিন খাঁনঘোনার মৃত ছিদ্দিক আহমদের পুত্র বেলাল উদ্দিনকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ উঠেছে, অভিযুক্তদের সাথে মৌলভী আবু বক্করের জমি নিয়ে বিরোধ ছিল। তা বহলতলী কমিটি ও থানায় দফায় দফায় বৈঠক করে রায় দেয়া হয়েছে। সেটা অমান্য করে রশিদ গং অহেতুক পরিস্থিতি ঘোলাটে করছে।

বাদী, আহত ব্যবসায়ী মোস্তাক আহমদ বলেন, পুর্ব পরিকল্পিতভাবে মাইমুনুর রশিদের নেতৃত্বে ৪/৫ জনের সন্ত্রাসী লবণ পরিমাপে বাঁধা দেয়। এসময় কারন জানতে চাইলে তারা লাঠিসোটা নিয়ে আমাকে আঘাত করে গুরুতর আহত করে। মুলত  ৭৫৯ মন লবণ ( যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার ৪২৫ টাকা) মোকামে পরিমাপ করতে গেলে তারা হামলা ও মারধর করে। অথচ উপরোক্ত লবণের মধ্যে ২৯৩ মন (নুরুল আবছার) চিলখালী ও ৪৫৬ মন লবণ ( মোঃ ছলিম) মসজিদ ঘাটের।  জমি-জমা নিয়ে মৌলভী আবু বক্করের সাথে তাদের বিরোধ রয়েছে। আমি প্রতি মৌসুমে  লবণ মাঠ ইজারা নিয়ে চাষাবাদ করি মাত্র। বারবার তারা আমাকে হয়রানি করছে, এমনকি আমার ছেলেকে আ’লীগ- ছাত্রলীগের তকমা দিয়ে মিথ্যা প্রচারনা করছে।

এসব অভিযোগ অস্বীকার করে উল্টো তাকে মারধর করে মারাত্মক জখম করা হয়েছে বলে দাবী করেন অভিযুক্ত মাইমুনুর রশিদ। তিনি বলেন, মোস্তাক আহমদ বিরোধীয় লবণ মাঠের গর্ত থেকে আমার অজান্তে লবণ লুট করে মিলে বিক্রি করেছে। আমিও চকরিয়া থানায় অভিযোগ করেছি।

জানতে চাইলে ইসলামপুর মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম দাদা বলেন, মোকামে হয়রানি বা সমস্যা পড়ে অভিযোগ করলে তা সমিতি দেখভাল করেন। অভিযুক্তরা একই এলাকার বিধায়, বৈঠকেে মাধ্যমে  সমাধান পুর্বক উভয় পক্ষকে পরামর্শ  দেয়া হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও থানার এএসআই  নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উক্যছাই মারমার মৃত্যুতে শোক নেমেছে রাঙামাটি- বান্দরবানে: বিমান কেড়ে নিলো গিটারের সুর

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

রাইখালী বাজারে প্রায় ২ শত বছরের তেঁতুল গাছঃ ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী 

বাঘাইছড়িতে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউখালীতে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা ও র‌্যালী 

বিএসপিআই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম পেল ৫৮৭ পরিবার

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

রাঙামাটিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সচেতনতামূলক মাইকিং সেনাবাহিনীর

লংগদু উপজেলা আ.লীগে কোন্দল আর বিভক্তি তুঙ্গে

error: Content is protected !!
%d bloggers like this: