আজ ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি. রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “ পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ ও কার্যকর রাখতে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা একজন পুলিশ সদস্যকে শারীরিকভাবে সবল করার পাশাপাশি মানসিক চাপ মোকাবিলায় সহায়তা করে এবং পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা জাগ্রত করে। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় করে। ”
টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পুলিশ অফিস দল পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং টুর্নামেন্ট সফলভাবে আয়োজন ও সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ তারেক সেকান্দার মহোদয়, সহকারী পুলিশ সুপার ( এসএএফ ) জনাব মোজাম্মেল হক মহোদয়সহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


















