২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক সিঃযুগ্ম জেলা জজ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ানের সাথে শিক্ষা সংস্কার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ নভেম্বর ২০২৫ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় দীপেন দেওয়ানের বাসভবন প্রাঙ্গণে স্থাপিত সভাস্থলে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি মাইনুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী শান্তি চাকমার সঞ্চালনায় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম বেলাল সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকবৃন্দের পক্ষে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সিম বড়ুয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে সকল সমস্যার সমাধান হলো ধানের শিষে ভোট প্রধান করা।
এছাড়া জীবতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল আহমেদ বলেন পার্বত্য জেলায় আলাদা শিক্ষা বোর্ড গঠন ও বিএড ও এমএড কলেজ স্থাপনের জন্য উদ্যোগ গ্রহন করার অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন- পার্বত্য জেলা গুলোতে মাধ্যমিক শিক্ষকরা হলো মুল স্তম্ব। কিন্তু এই শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। আমি নির্বাচিত হলে অবশ্যই শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো এটা আমি শপথ করে বলতে পারি।
এসময় উপস্থিত ছিলেন দীপেন দেওয়ানের স্ত্রী, সাবেক শিক্ষক ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা।


















