রাঙামাটিতে ১০ লাখ জাল টাকাসহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত রবিবার রাত সাড়ে বারোটায় শহরের রির্জাভ বাজার এলাকায় অবস্থিত লেক ভিউ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মো: মিলন রহমান (২৮) ও মো: শাহ আলম (৫৫)। মিলনের বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলায় এবং মোঃ শাহ আলমের বাড়ি নরসিংদী জেলায় বলে জানান ডিবি কর্মকর্তা।
অভিযানে ডিবির উপস্থিতি খবর পেয়ে সঙ্গে থাকা আরো ২জন সহযোগী পালিয়ে যায়। এ সময়ে তাদের কাছ থেকে ১০ বান্ডিল ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
আটককৃতদের দেওয়া তথ্যে জানা যায় পালিয়ে যাওয়া অপর ২জন হলেন,আমির হোসেন (৩৪)ও মো: ফখরুল হাসান(৩৮)। জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ ওসি এমদাদুল হক শেখ জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ ২জনকে আটক করি। এ সময়ে আমাদের উপস্থিতি খবর পেয়ে তাদের সঙ্গে থাকা আরো দুই জন পালিয়ে যায়। আসামীদের আটকের পর ডিবি’র এসআই নুরে আলম বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। আটক দুই আসামীকে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।