কাপ্তাই উপজেলা সদর সোনালী ব্যাংক লিমিটেড শাখার সাথে অনলাইন সেবার মাধ্যমে কাপ্তাই কণর্ফুলী সরকারী কলেজের শিক্ষার্থীদের নিকট যাবতীয় বেতন,ফি, চার্জ আদায় এর একটি চুক্তি স্বাক্ষর সম্পাদরন হয়েছে।
সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর সম্পাদন করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডে এর পক্ষে রাঙামাটি জেলা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সত্য রঞ্জন সাহা এবং কণর্ফুলী সরকারী কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আনছারুল ইসলাম উপস্থিত ছিলেন।
চুক্তির প্রেক্ষিতে ভবিষতে কণর্ফুলী সরকারী কলেজের শিক্ষার্থীদের আর কলেজে এসে ফি প্রদানের প্রয়োজন হবে না। ঘরে বসে তারা অনলাইনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ,রকেট ইত্যাদি অথবা সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক হিসাব, ই-ওয়ালেট,ডেবিট র্কাড ব্যবহার করে যাবতীয় বেতন,ফি, চার্জ সহজে প্রদান করতে পারবে।
এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, এই চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
কণর্ফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী বলেন, এ চুক্তির ফলে দুর্গম এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের কষ্ট পুরোপুরি লাগব হবে কারন এখন থেকে তারা ঘরে বসেই যাবতীয় বেতন, ফি পরিশোধ করতে পারবে।