বুধবার , ১০ আগস্ট ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বঙ্গবন্ধুর সমাধিতে রাঙামাটি জেলা আ.লীগের শ্রদ্ধাঞ্জলি দলীয় রাজনীতিতে আলোচনার বিষয়স্তু

প্রতিবেদক
সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি
আগস্ট ১০, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পুস্পার্ঘ্য অর্পণসহ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও স্মৃতিচারণ করেন তারা। পরে টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে  শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিষয়টি রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে আলোচনার বিষয়বস্তু হিসাবে বেশ গুরুত্ব পাচ্ছে। এর আগে গত ২৩ জুলাই প্রথমবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গেছেন শীর্ষ নেতা নিখিল কুমার চাকমার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের একটি দল। যেটি ছিল এ আওয়ামী লীগের নজিরবিহীন।

মঙ্গলবার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলার শীর্ষ নেতা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলার জৈষ্ঠ নেতা চিংকিউ রোয়াজা, নেতা সন্তোষ কুমার চাকমা, জমির উদ্দিন, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মী যোগ দেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে এ সফরসূচিতে অংশ নেওয়া সবার যাতায়াত, খাবা-দাবারসহ সব খরচ দল থেকে বহন করা হয়েছে।

ওই সময় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দীপংকর বলেন, দল শক্তিশালী হলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়ন্ত্র হচ্ছে। নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি দেশের বাইরে অবস্থান করা বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে এনে তাদের বিচার দাবি জানান।

তিনি বলেন, দীর্ঘ বছর পর হলেও রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।

এদিকে হঠাৎ বঙ্গবন্ধুর সমাধিতে দলীয় কর্মসূচি হিসাবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের বিষয়টি দলের ভেতরে ও বাইরে আরেঅচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। বলা হচ্ছে, এতটা বছর ধরে রাঙামাটির আওয়ামী লীগ নেতাদের মাঝে এ ধরনের আদর্শিক কোনো কর্মসূচির চেতনা-ই ছিল না। কার্যত: এর আগে গত ২৩ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার নেতৃত্বে দলটির জেলা শীর্ষ নেতাদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করতে যান। সেটি দলীয় রাজনীতিতে বিস্তর ইতিবাচক প্রভাব ফেলে- যা একেবারেই নজিরবিহীন। এর আগে জেলা নেতাদের অনেকে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সমাধিস্থল গেলেও দলীয়ভাবে এ ধরনের কর্মসূচির লক্ষ্যণীয় ছিল না। তাই এর প্রথম নজিরটি স্থাপন করেছেন নিখিলের নেতৃত্বাধীন জেলা আওয়ামী লীগের বেশকিছু শীর্ষ নেতা।

বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সবার মাঝে অনুপ্রেরণা যুগিয়েছে। যা দেখে টনক নড়ে সভাপতি, সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের অন্য শীর্ষ নেতাদের মাঝেও। আর তার অনুসরণেই শ’শ’ নেতাকর্মীর বহর নিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এবারের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মাজার জিয়ারত কর্মসূচিটি পালিত হয়েছে বলে মন্তব্য দলটির অনেক নেতাকর্মীর।

এ প্রসঙ্গে নিখিল বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতীয় ও দলীয় আদর্শ। আমরা মন থেকে সব সময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করে থাকি। বঙ্গবন্ধু সমগ্র জাতির, দেশবাসীর। তিনি জাতির পিতা। স্বাধীনতার মহান স্থপতি। সেই আদর্শিক চিন্তা-চেতনার অনুভুতি থেকেই প্রথমে গত ২৩ জুলাই আমরা রাঙামাটি জেলা থেকে আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে এসেছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজন 

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে চালু হলো ৩ নং ইউনিট

মোবাইল ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত

মানিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশিক্ষণ কর্মশালা

ঘাগড়া প্রমিলা ফুটবলারদের চাউল ও অর্থ দিলেন জেলা প্রশাসক

কাপ্তাই শীলছড়িতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকার আন্তরিক: পার্বত্য প্রতিমন্ত্রী

বাঘাইছড়িতে ফের ৪র্থ দফায় বন্যা ১২গ্রাম প্লাবিত

বিপদ সীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি; তলিয়েছে রাস্তা ঘর বাড়ি; বেড়েছে দুর্ভোগ

%d bloggers like this: