কাপ্তাই উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকালে কমিটির সভাপতি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে ইউএনও দপ্তরে অনুষ্ঠিত হয়।
এতে কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, উপজেলা বিসিআইসি ডিলার প্রতিনিধি রিপন ভট্টাচার্য, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।
সভায় ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদের বিষয়টি জনগণকে অবহিত করা, সারের মুল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে ডিলারদের মাধ্যমে সার উত্তোলন ও বিতরণ কার্যক্রম মনিটরিং করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এইছাড়া সভায় জানানো হয়, কাপ্তাই উপজেলায় বর্তমানে ৯ মেট্রিকটন ইউরিয়া, ৬ মেট্রিকটন টিএসপি, ৪ মেট্রিকটন এমওপি এবং ৪ মেট্রিকটন ডিএপি সার মজুদ আছে।