ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরযান চালনা, ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজন পরিবহন ও অন্যান্য জরুরি কাগজপত্র না থাকার কারণে রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক পরিবহন আইন এর ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন প্রকার হালকা ও ভারী যানবাহনের বিরুদ্ধে ২০ টি মামলায় ৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টা হতে ২ টা পর্যন্ত কাপ্তাই সড়কের রেশমবাগান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এইসময় কাপ্তাই থানা পুলিশ এবং কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।