শিক্ষা ক্যাডার বৈসম্য নিরসন, গ্রেড উন্নয়ন, অর্জিত ছুটি প্রদান, সঠিক সময়ে পদোন্নতি,শিক্ষা ক্যাডার বহির্ভুক্তদের প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে কর্ম বিরতি পালন করছেন রাঙামাটি জেলা শিক্ষা ক্যাডাররা। এর কারণে কলেজের শিক্ষা কার্যক্রমসহ সকল পরীক্ষা বন্ধ রয়েছে।
কর্ম বিরতির সময় মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি কলেজের বাইরে শিক্ষকরা অবস্থান গ্রহণ করে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, অন্যান্য ক্যাডারের চেয়ে শিক্ষা ক্যাডাররা বঞ্চিত হচ্ছেন। গ্রেড না পাওয়া ও সঠিক সময়ে পদোন্নতি না হওয়ায় শিক্ষা ক্যাডাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কর্ম বিরতি চলাকালীন সকালে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ জাহেদা সুলতানা, সহযোগী অধ্যাপক আবুল হাসেম,সহকারী অধ্যাপক শান্তুনু চাকমা, সহযোগী অধ্যাপক নুরুল করিম মাসুদ,সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ূয়া, জ্যোতিলাক্ষ চাকমা