ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়িতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রেসক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও বাঘাইছড়ি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, উপজেলার ২২ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করছেন।